নিউজ ডেস্ক:
সৌদিতে মৃত্যু হওয়া তিন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরত আনতে আবারও জটিলতা দেখা দিয়েছে। তাদের মৃতদেহ কবে দেশে আসবে তাও অনিশ্চিত।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের আইনি সহকারী ফয়সাল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
সামজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ২/৩/৫ মাস নানা রকম ঝামেলা আর কফিলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করে অবশেষে ৩ জন মৃতের (এরা মালিকের কাজ করত না) লাশ প্রেরনে কফিলকে বাধ্য করা হলো।
কিন্তু শেষ পর্যন্ত হয়েও হলনা, তিন জনেরই ইকামার উপর টাকা পয়সা পাওনার মামলার কারণে লাশ পাঠানো যাচ্ছেনা। এটাই নিয়তি।