নিউজ ডেস্ক:
গোলাপগঞ্জে এক ঘরের শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বসতবাড়ি পুড়ে ছাই গেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের ফয়েজ মাস্টার ও তার ভাই আব্দুল আজিজের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফয়েজ মাস্টারের বসতঘরে হঠাৎ বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুরো ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এক পর্যায়ে ফয়েজ মাস্টারের ভাই আব্দুল আজিজের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হন।
খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলে গেলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আব্দুল আজিজের বসত ঘর কিছুটা রক্ষা পেলেও ফয়েজ মাস্টারের পুরো ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।’