নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জে এতিম কোরআনে হাফেজদের ঈদ উপহার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সেক্রিফাইস গ্রুপের আয়োজনে প্রবাসীদের সগযোগিতায় এসব উপহার বিতরণ করা হয়।
সেক্রিফাইস গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী কায়েছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আকিফ চৌধুরীর পরিচালনায় উদ্বোধন করেন মুফতি মোশাহিদ কাসেমী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল বাছিত খান, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল মছব্বীর প্রমুখ।
অনুষ্ঠান শেষে পতনঊষারের বিভিন্ন মাদ্রাসার ১০ জন এতিম কোরআনে হাফেজকে সম্মাননা স্মারক ও ঈদ উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান এর পক্ষ থেকে প্রতি হাফেজকে নগদ ৫শত টাকা করে প্রদান করেন।