নিউজ ডেস্ক:
সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করার প্রায় এক সপ্তাহ পর ইতালির সিসিলিতে নামানো হলো প্রায় আড়াইশ অভিবাসনপ্রত্যাশীকে৷
বেসরকারি উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং গত সপ্তাহে পাঁচটি আলাদা অভিযানে ভূমধ্যসাগর থেকে ২৪৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷
শনিবার বিকেলে উদ্ধারকৃত এ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালির সিসিলির দ্বীপের পাজ্জালো বন্দরে ভিড়ে জাহাজটি৷ উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের বন্দরে নামানো হয়৷ খবর ইনফোমাইগ্রেন্টসের
জানা গেছে, উদ্ধার অভিযানের পর বন্দরে ভিড়ার অনুমতি চেয়ে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে ভাসছিল জাহাজটি৷ উদ্ধারকৃতদের মধ্যে ১০ থেকে ১২ জন অপ্রাপ্তবয়স্কও ছিল বলে জানা গেছে৷
এদিকে, বেসরকারি উদ্ধারকারী আরেক জাহাজ সি-ওয়াচ ৪ শনিবার দুটি আলাদা অভিযানে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকা থেকে ১২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে বিপদাপন্ন অবস্থায় একটি নৌকা ভাসছে- শনিবার সকালে এমন খবর পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে যায় সি-ওয়াচ ৪৷ সেসময় ঝুঁকিপূর্ণ অবস্থায় নৌকায় ভাসতে থাকা ১২১ জনকে উদ্ধার করে জাহাজটি৷ পরে আরেক অভিযানে আরো আটজন অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্রে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে সি-ওয়াচ৷
উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পৌঁছানোর চেষ্টা প্রতিনিয়তই বাড়ছে৷
তবে ভূমধ্যসাগর হয়ে অভিবাসনের এ পথটি অত্যন্ত বিপজ্জনক৷ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম-এর হিসেব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১৫১ জন নিহত হয়েছেন৷ ২০২১ সালে ওই সংখ্যা ছিল ২,০৪৮ জন৷